আরো একটি ফাইনালের মঞ্চ প্রস্তুত। আবারো শিরোপা ঘরে তুলতে চায় বাংলাদেশের মেয়েরা।বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ নারী অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ের চ্যালেঞ্জে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।

ফেবারিট ভারতের বিদায়ে ফাইনাল ম্যাচটি আকর্ষনীয়ই হতে যাচ্ছে। তিন ম্যাচের দুটি জিতে এবং একটি ড্র করে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবেই ফাইনাল খেলছে বাংলাদেশ। অন্যদিকে নেপাল তিন ম্যাচের দুটি জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে। বাংলাদেশ ও নেপালের লিগ ম্যাচের ফল অবশ্য স্বাগতিকদের পক্ষেই। প্রথম ম্যাচেই নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। জিতেছিল ৩-১ গোলে।

স্বাগতিক বাংলাদেশ শক্তিমত্তায় এগিয়ে বলা যায়। সর্বশেষ সিনিয়র দলের সাফ জয়ী বেশ কিছু খেলোয়াড় হয়েছে বাংলাদেশ স্কোয়াডে। ফাইনাল নিয়ে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘নেপালও শক্তিশালী দল। তারা ভারতকে হারিয়েছে। আমরাও শক্তিশালী। ভালো একটা ফাইনাল হবে। সুযোগ আসবে দুই দলের সামনেই। যারা সুযোগ কাজে লাগাতে পারবে, তারাই হাসবে শেষ হাসি।’

ঘরের মাঠে ট্রফি রেখে দিতে চান বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র, ‘আমাদের লক্ষ্যই ছিল ফাইনাল খেলব। ফাইনালে উঠেছি। চেষ্টা থাকবে ঘরের মাঠে ট্রফি রেখে দিতে। সে লক্ষ্যে আমরা মাঠে নামব। অবশ্যই খেলার মধ্যে সুযোগ আসবে এবং সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব।’

বাংলাদেশের কাছে হারলেও লীগ পর্বের শেষ ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়েছে নেপাল। তাই তারাও ছেড়ে কথা বলবে না। নেপাল কোচের আত্মবিশ্বাসের ভিত্তি ভারতের বিপক্ষে পাওয়া জয়, ‘আমরা আগামীকাল বাংলাদেশকে হারাতে চাই। আমাদের সেই আত্মবিশ্বাস রয়েছে’, বলেন নেপালী কোচ। প্রতিশোধ নেয়াই যেন লক্ষ্য নেপাল কোচের, ‘আমরা ফাইনালে প্রতিশোধ নিতে চাই।’

নেপালের অধিনায়ক প্রীতি রায় ফাইনালটি বেশ কঠিন হবে বলে মনে করেন, ‘ফাইনালটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। আমরা আত্মবিশাসী চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে। আমাদের কষ্টের ফল পাব আশা করি।’

Previous articleস্থগিত বাংলাদেশ নারী দলের সিঙ্গাপুর সফর!
Next articleমেয়েদের হাত ধরে আরো এক শিরোপা উৎসব!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here