বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ন দুই ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ২১ মার্চ কুয়েতে অ্যাওয়ে ম্যাচ এবং ২৬ মার্চ ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে বাংলাদেশের হোম ম্যাচ। এই ম্যাচ দুটি ঘিরে বেশ উৎসুক বাংলাদেশের ফুটবল প্রেমীরা। বিশেষ করে এই দুই ম্যাচে লেস্টার সিটির তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে দেখা যাবে – এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে নিশ্চিত হতে দল ঘোষণার অপেক্ষায় ছিলেন সবাই। অবশেষে আজ প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। তবে তালিকায় নেই হামজা চৌধুরী। তাকে জাতীয় দলে পেতে আরো বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে।

ইনজুরির কারণে একাদশের নির্ভরযোগ্য দুই ফুটবলার শেখ মোরসালিন ও তারিক কাজীকে দলে রাখা হয়নি। প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন কানাডা প্রবাসী কাজেম শাহ, রাব্বি হোসেন রাহুল ও সাদ উদ্দিনের ভাই তাজ উদ্দিন। আগামী ২ মার্চ অনুশীলন ক্যাম্প করতে সৌদি আরবে যাবে বাংলাদেশ দল। সেখানে অনুশীলনের পাশাপাশি স্থানীয় দলের বিপক্ষে ২/৩ টি প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করছে বাফুফে। ম্যাচের আগে ২৮ জন থেকে চূড়ান্ত ২৩ জনকে বেছে নেবেন হাভিয়ের ক্যাবরেরা।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:

গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো ও মাহফুজ হাসান প্রীতম।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তপু বর্মন, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন ও তাজ উদ্দিন।

মিডফিল্ডার: সোহেল রানা, চন্দন রায়, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা (জুনিয়র), মজিবুর রহমান জনি, রবিউল হাসান, কাজেম শাহ ও জায়েদ আহমেদ।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, শাহরিয়ার ইমন, রাব্বি হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ ও রফিকুল ইসলাম।

Previous articleশিরোপায় চোখ রেখে মেয়েদের নেপাল যাত্রা
Next articleহামজাকে দলে পেতে আশাবাদী ক্যাবরেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here