২০২৪ সালে প্রথমবারের মতো ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার দুপুর সাড়ে তিনটায় বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ফিলিস্তিনের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। দিন চারেক আগেই কুয়েতে বাংলাদেশকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ফিলিস্তিন। এবার ঘরের মাঠে ফিলিস্তিনের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ম্যাচের আগে বাংলাদেশ কোচ শুনিয়েছেন আশার বাণী।

প্রথম লেগে বড় হার সঙ্গী হওয়ায় ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের। কিন্তু ফিলিস্তিনের সঙ্গে নিজেদের ব্যবধানটা যে ভুলে গেলে চলবে না সেটাই মনে করে দিয়েছেন বাংলাদেশ কোচ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাভিয়ের ক্যাবরেরা বলেছেন,

সবসময় আমাদের লক্ষ্য সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করা, যেটা আমরা কুয়েতেও চেষ্টা করেছিলাম। ফিলিস্তিনের শক্তির জায়গাটা আমরা জানি, সম্ভবত বক্সের ভেতরে খেলার পরিস্থিতিতে তারা আমাদের জন্য ভীষণ হুমকি হতে পারে। তাই আমাদের চেষ্টা করতে হবে ডিফেন্সিভ লাইনে আরও দৃঢ়তা আনার, আগ্রাসী হওয়ার।

আগের ম্যাচের অনেক কিছুই সংবাদ সম্মেলনে ঘুরেফিরে এসেছে। সোহেল রানার গোলের সুবর্ন সুযোগ মিস করা নিয়ে আক্ষেপে পুড়েছে সবাই। সোহেলের সে গোল নিয়ে ক্যাবরেরাও নিজের আক্ষেপের কথা জানিয়েছেন,

(প্রথম লেগে) প্রতিপক্ষের অর্ধে আমরা অনেক বল কাভার করেছিলাম, ট্রানজিশনেও ভালো ছিলাম, যদি আমরা আরও বেশি অ্যাকুরেট হতে পারতাম, তাহলে তাদের আগেই গোল পেতে পারতাম। এটাই সত্যি…এরপর তারা ম্যাচটা আমাদের জন্য কঠিন করে তুললো। তারা আসলেই শক্তিশালী দল।

প্রথম লেগে বড় হার সঙ্গী হলেও সেটা নিয়ে না ভেবে ঘরের মাঠে ভালো করতে চায় বাংলাদেশ। জয় না পেলেও অন্তত ড্র করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে ক্যাবরেরা বলেন,

অনেকের কাছে প্রথম লেগের ফল হতাশাজনক, কিন্তু তার মধ্যে অনেক ইতিবাচক দিক আছে। বিশেষ করে প্রথমার্ধে আমরা উঁচু মানের এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলেছিলাম। বাছাইয়ের এই ধাপে এসে আমরা জানতাম, এটা পার করা খুব কঠিন হবে। তবে আবারও বলছি, দারুণ অভিজ্ঞতা হয়েছে দলের… এখন আমাদের মানিয়ে নেওয়া এবং পরের ম্যাচের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন, যাতে আমরা সমর্থকদেরকে ভালো কিছু দিতে পারি এবং আশা করি, পয়েন্ট পেতে পারি।

ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের ব্যবধান প্রথম লেগেই দৃশ্যমান হয়েছে। তারপরও ঘরের মাঠে সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চান ক্যাবরেরা,

নিশ্চিতভাবেই আগামীকাল আমাদের জন্য বড় একটি দিন। অনেক দিন পর ঘরে ফিরতে পেরে খুবই খুশি। নিজেদের দর্শকদের সামনে খেলা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি। কিংস অ্যারেনায় আবারও দারুণ আবহ দেখতে চাই, যেখানে আমরা এখনও অপরাজিত।

Previous articleমোটেও সহজ ম্যাচ হবে না : ফিলিস্তিনের কোচ
Next articleবাংলাদেশে একাদশে থাকছেন কারা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here