আগামীকাল কিংস অ্যারেনাতে দ্বিতীয় লেগে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে ফিলিস্তিন। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে দলটি, জামালদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে দাবাগ-কুম্বররা। দ্বিতীয় ম্যাচটিতে তাই জয় পাওয়া ফিলিস্তিনের খুবই সহজ ব্যাপার। তবে হোম ভেন্যুতে প্রতিটি দলই শক্তিশালী, ফলে প্রথম ম্যাচে বড় জয় পেলেও বাংলাদেশকে সমীহের চোখে দেখছে ফিলিস্তিনের কোচ।

কিংস অ্যারেনাতে এখনো অপরাজিত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম রাউন্ডে হোম ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করে হ্যাভিয়ার ক্যাবররার শিষ্যরা। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচেও ঘরের মাঠে লেবাননের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচে প্রথম দিকে পিছিয়ে পড়লেও পরবর্তীতে ম্যাচে ফিরে আসে লাল-সবুজের প্রতিনিধিরা। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।

বসুন্ধরা কিংস অ্যারেনাতে নিজেদের পারফরম্যান্সের জন্য ফিলিস্তিনের কোচ মাকরাম দাবাব। তার মতে ম্যাচটি তাদের জন্য কঠিন হতে যাচ্ছে, তবে তারা তিন পয়েন্ট পেতে চায়। তিনি বলেন,

উন্নতির ধারায় থাকা বাংলাদেশের বিপক্ষে তাদের মাঠে খেলা সহজ নয়। এটা মোটেও সহজ ম্যাচ হবে না। কঠিন ম্যাচ হবে, কিন্তু এখানে আমরা একটা লক্ষ্য নিয়ে এসেছি এবং আমাদের লক্ষ্য তিন পয়েন্ট পাওয়া ও পরের ধাপের পথে এগিয়ে যাওয়া।

ফিলিস্তিন দল দ্বিতীয় লেগে প্রস্তুতি নিয়ে বাংলাদেশে এসেছে, তাই আগামী ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মনোযোগী ফিলিস্তিনের কোচ

প্রতিটি দলকে আমরা শ্রদ্ধা করি। বাংলাদেশকেও শ্রদ্ধা করি, কিন্তু আমরাও এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি। ম্যাচ যেকোনো দিকে যেতে পারে। তবে আমাদের মানসিকভাবে প্রস্তুত এবং তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যে মনোযোগী থাকতে হবে। বাংলাদেশ উন্নতি করছে। এটা তাদের হোম গ্রাউন্ড, তাই ম্যাচটা সহজ হবে না।

Previous articleবিপিএল খেলা হচ্ছে না অঞ্জন বিস্তার; ফর্টিসে সোমা ওতানি!
Next articleফিলিস্তিনের বিপক্ষে পয়েন্ট পেতে চান ক্যাবরেরা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here