আগামী ১৬ ই নভেম্বর থেকে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মিশনের শুরুতে জামালদের প্রতিপক্ষ এশিয়া অঞ্চলের হট ফেভারিট দল অস্ট্রেলিয়া। র‍্যাংকিং বিবেচনা বাংলাদেশ থেকে বহুগুণে এগিয়ে আছে তাসমান সাগর পাড়ের দলটি। তবে বাংলাদেশকে সমীহের চোখেই দেখছে তারা। তাইতো লাল-সবুজের বিপক্ষে পূর্ণশক্তির দল ঘোষণা করেছে টিম অস্ট্রেলিয়া।

আগামী ১৬ ই নভেম্বর হ্যাভিয়ার ক্যাবররার বেঙ্গল টাইগার্সের মুখোমুখি হবে গ্রাহাম আর্নোল্ডের সকারুজরা। আসন্ন ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যদের চূড়ান্ত দলও ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন।

চূড়ান্ত দলে গোলকিপার হিসেবে আছেন জো গাউচি, অ্যাসলি মাইনার্ড এবং ম্যাটি রায়ার্ন। দলের রক্ষণভাগ খেলোয়াড়রা হলেন আজিজ বেহিচ, জর্ডান বস, ক্যামরন বুরগেস, আলেসান্দ্রো সিরকাটি, লুইস মিলার, কি রোলেস, হ্যারি সাউটার ও রায়ান স্ট্রেইন।

মিডফিল্ডাররা হলেন কিয়ানু বাকাস, জ্যাকসন আরভিন, মাসিমো লুয়ানগো, কনর ম্যাটক্লেফ এবং এইডেন ও’নিল। চূড়ান্ত দলে ফরোয়ার্ড হিসেবে আছেন ব্র্যান্ডন বোরেল্লো, মার্টিন বোয়লি, মিচ ডাক, ক্রেইগ গুডউইন, জেমি ম্যাকলারেন, স্যাম সিলভেরা, কুসিনি ইয়েঙ্গি। আগামী ১৬ ই নভেম্বর অধিনায়ক ম্যাটি রায়ার্নের অধীনে মেলবোর্ন রেক্টেঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশে বিপক্ষে মাঠে নামবে  অস্ট্রেলিয়া।

Previous articleসিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা!
Next articleসকারুদের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় বাংলাদেশের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here