নেপাল থেকে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে ফিরলেও সে অর্থে গুরুত্ব পায়নি বাংলাদেশ নারী ফুটবল দল। যেখানে শিরোপা জেতা দলটিকে ম্যাচ খেলিয়ে আরো পরিপক্ব করে তোলার কথা, সেখানে উল্টো লম্বা সময় ধরে শুধুমাত্র অনুশীলনেই সীমাবদ্ধ থাকে মেয়েদের ফুটবল।

মাঝে সিঙ্গাপুর ও লেবাননের বিপক্ষে সাবিনাদের ম্যাচ খেলানোর উদ্যোগ নিয়েছিল বাফুফে। সে দুটি ম্যাচ খেলার সবকিছু ঠিকঠাক হলেও সিঙ্গাপুরের অপারগতার কারণে শেষ পর্যন্ত সফর বাতিল হয়ে যায়। এশিয়ান গেমসের পর লেবাননের বিপক্ষে ম্যাচ দুটি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিগ্রহের জন্য বাতিল করা হয়।

তবে আগামী ১ ও ৪ ডিসেম্বর বাংলাদেশের মাটিতে সিঙ্গাপুরের মেয়েদের আতিথ্য দেবে লাল সবুজের প্রতিনিধিরা। বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বাফুফে নারী কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করেছেন। এখনো ভেন্যু চূড়ান্ত না হলেও ম্যাচ হতে পারে কমলাপুর স্টেডিয়ামে।

Previous articleঅস্কারের চোখে কিংসের সেরা ম্যাচ!
Next articleবাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির দল ঘোষণা অস্ট্রেলিয়ার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here