অনুর্ধ্ব ২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আজ মানামার খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০।  প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ স্বাগতিক বাহারাইন।

গত আসরেই অনূর্ধ্ব-২০ বাছাইয়ের এই বাহরাইনের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছিলো বাংলাদেশ। তবে এবার আগে তুলনায় ভালো ফলাফল করতে আশাবাদী যুবারা। সদ্য সাফ অনুর্ধ্ব ২০ এর ফাইনাল খেলা দলটি শক্তিশালী বাহারাইনকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। গত আসরে জর্দানকে ১-১ গোলে রুখে দেয়ার পর ভুটানের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয় বাংলাদেশকে।

এরও আগের আসরে মালদ্বীপ ও শ্রীলংঙ্কাকে পরাজিত এবং  তাজিকিস্তানের সঙ্গে ড্র করে তৃতীয় হয়েছিলো বাংলাদেশ। তবে উজবেকিস্তানের কাছে পরাজয়ে সেবারও বিদায় নিতে হয় বাংলাদেশকে।

বাংলাদেশের গ্রুপে বাহরাইন সহ রয়েছে শক্তিশালী কাতার, নেপাল ও ভুটান। মূল পর্বে খেলার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অবশ্যই গ্রুপে অন্তত দ্বিতীয় স্থান নিশ্চিত করতে হবে। সকল গ্রুপ চ্যাম্পিয়ন এবং ১০ গ্রুপের সেরা পাঁচ রানার্স আপ সুযোগ পাবে মূল পর্বে আগামী বছর উজবেকিস্তানে খেলার।

Previous articleসন্দেহ তালিকার শীর্ষে থাকা আজমপুর পুরোপুরি নির্দোষ!
Next articleআজ নারীদের প্রতিপক্ষ পাকিস্তান!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here