নারী সাফ চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে ভালো সূচনা করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ পাকিস্তান। আজ জয়ী হলে অনেকটাই সেমিফাইনালপই পথে এগিয়ে যাবে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সোয়া ১টায়। সিনিয়র পর্যায়ে কখনও পাকিস্তানের মুখোমুখি হয়নি বাংলাদেশের মেয়ারা। তবে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে একবার দেখা হয়েছিলো দুই দলের যেখানে পাকিস্তানের জালে ১৭ গোল দিয়েছিলো বাংলাদেশের কিশোরীরা। ঐ ম্যাচকেই অনুপ্রেরণা মানছে দলটি।

গত ম্যাচে জিতলেও ফিনিশিং দূর্বলতা ছিলো বাংলাদেশ দলের। ফলে একাধিক গোলের সুযোগ নষ্ট হয়। অনুশীলনের তাই বিশেষভাবে ফিনিশিং নিয়ে কাজ করেন কোচ। সম্মিলিতভাবে স্বাভাবিক খেলা খেলতে পারলে জয় পেতে কষ্ট হবে না বলে বিশ্বাস বাংলাদেশ দলের।

পাকিস্তান ন্যাচ সম্পর্কে উইঙ্গার  সানজিদা আক্তার বলেন, ‘প্রথম ম্যাচ জিতেছি। এখন পাকিস্তানের বিপক্ষেও স্বাভাবিক খেলাটা খেলে ম্যাচ জিততে চাই।’ একইভাবে জয়ের প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ দলের ডিফেন্ডার আঁখি খাতুন, ‘এর আগেও পাকিস্তানের বিপক্ষে খেলেছি। এবার চেষ্টা করবো অ্যাটাকিং ফুটবল খেলে গোল বাড়াতে। যার যার জায়গা থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করবো।’

Previous articleবাহারাইনের আজ মিশন শুরু অনুর্ধ্ব ২০ দলের
Next articleআধডজন গোলে বাঘিনীদের পাকবধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here