সাফ অনুর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশীপে ভুটানকে হারিয়ে বেশ উজ্জীবিত বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে নেপালের সাথে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ভুটানের জালে গুনে গুনে আধডজন গোল জড়িয়েছে। ভুটানের পর বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ হিসেবে রয়েছে টুর্ণামেন্টের শক্তিশালী দল ভারত। ভুটানের বিপক্ষে বড় জয় ভারতের সাথে লড়াইয়ে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে বিশ্বাস দলের।

সাফের এবারের আসরের ভারত তাদের প্রথম দুইটি ম্যাচে জয় পেয়েছে। ছয় পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে তারা। অন্যদিকে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয়তে আছে বাংলাদেশ। তবে ভারত দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ভুটানের মতো সহজ প্রতিপক্ষ পেলেও, বাংলাদেশ প্রথমের মুখোমুখি হয়েছিলো নেপালের। তাই তুলনামূলক দিক থেকে শেষ দুই ম্যাচে চাপে থাকবে ভারত। নেপালেস সাথের ড্রয়ের পর এখন ভারতই বাংলাদেশের ফাইনালের পথে একমাত্র বাঁধা। ভারতের বিপক্ষে ভালো ফলাফল আদায় করতে পারলে ফাইনালে যাওয়া একরকম নিশ্চিত বলা চলে।

বিগত টুর্ণামেন্ট পর্যালোচনা করলে দেখা যায় ভারতের সাথেই মূল লড়াইটা লড়তে হতো বাংলাদেশ দলকে। ভারত অনেক শক্তিশালী দল হলেও লড়াই মনোভাব ও আত্মবিশ্বাসই বাংলাদেশকে ভালো ফলাফল এনে দিতে পারে। তাই মনোবল ও আত্মবিশ্বাসই হবে ভারতের বিপক্ষে ম্যাচে একমাত্র অস্ত্র। বাংলাদেশ দলের অধিনায়ক ভারত ম্যাচের পূর্বে লড়াইয়ে আভাস দিলেন, ‘ভারতের সাথে আমরা ভালো কিছু করতে পারলে আমরা ফাইনালে যেতে পারবো। আমরা তাদের সাথে লড়াই করবো এবং চেষ্টা করবো তাদের হারাতে।’

Previous articleশেষ মুহূর্তের গোলে ফাইনালে বসুন্ধরা কিংস!
Next articleলাল ও সবুজ দলের প্রীতি ম্যাচ গোলশূণ্য ড্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here