সাফ অনুর্ধ্ব -১৬ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে ভুটান পৌঁছালো বাংলাদেশ অনুর্ধ্ব – ১৬ জাতীয় দল। আগামী ০২ থেকে ১০ সেপ্টেম্বর ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের খেলা সমূহ।

সকাল ১০.৩০ মিনিটে বিশেষ বিমানে ভুটানের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ দল এবং দুপুর ০২.৩০ মিনিটে ভুটানের হোটেলে পৌঁছায়। আজ দলের কোন অনুশীলন নেই। আগামীকাল ম্যাচ ভেন্যুতে অনুশীলন করবে বাংলাদেশের কিশোররা।

শেষ সময়ে এসে পরিবর্তন হয়েছে টুর্নামেন্টের সূচী। একদিন পিছিয়ে খেলা শুরু হবে ২ সেপ্টেম্বর থেকে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর।যুবাদের এই আসরে ২ গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার ৬ দেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত ও নেপাল আর ‘বি’ গ্রুপে স্বাগতিক ভুটানের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান।

বাংলাদেশ দলঃ

গোলরক্ষকঃ মো. নাহিদুল ইসলাম, মো. আব্দুর রহমান ও আলিফ রহমান ইমতিয়াজ।

ডিফেন্ডারঃ আশিকুর রহমান, ইসমাইল হোসেন, আবু রায়হান শাওন, মো. দেলোয়ার, ইমাদুল হক, মো. ইমরান খান, সিয়াম অমিত, শেখ সংগ্রাম ও মিঠু চৌধুরী।

মিডফিল্ডারঃ কামাল মৃধা, আবদুল্লাহ জুনায়েদ চিশতি, আরমান মিয়া ও নাজমুল হুদা ফয়সাল (অধিনায়ক)।

ফরোয়ার্ডঃ মো. আবু সাঈদ, মোহাম্মদ রিপন, মুর্শেদ আলী, এম এইচ মহিবুল্লাহ, মো. মানিক, সালাহ উদ্দিন সাহেদ ও সুই মং সিং মারমা।

Previous articleলাল-সবুজের দায়িত্ব পালন করতে দেশে ফিরলেন জামাল!
Next articleনতুন একাডেমি খুলছে বাফুফে; ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাহিদ হাসান!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here