কুয়েতের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। তবে কুয়েত ম্যাচের পরপরই এখন বাংলাদেশকে ভাবতে হচ্ছে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে। ভুল শুধরে ভালো কিছু করতে চায় ফুটবলাররা।

স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে সেখানকার ঠান্ডা আবহাওয়াও বাংলাদেশের অন্যতম বড় প্রতিপক্ষ। আজ প্রচণ্ড বৃষ্টি এবং মাত্র ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুশীলন করেন যুব ফুটবলাররা। কুয়েত ম্যাচের ভুলত্রুটি শুধরে উজবেকিস্তানের বিপক্ষে ভালো খেলার লক্ষ্য সবার।

অনুশীলন শেষে গোলরক্ষক পাপ্পু হোসেন বলেন, ‘ভিডিও সেশনে কোচ আমাদের গত ম্যাচের ভুলগুলো চিহ্নিত করেছেন, এবং সেগুলো নিয়ে আমরা অনুশীলনের কাজ করেছি। আমাদের সামনের ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে; সকল ভুলত্রুটি শুধরে উজবেকিস্তানের বিপক্ষে ভালো একটা ফলাফল করতে চাই।’

উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ফুটবলার প্রস্তুত আছেন বলে জানিয়েছেন অনূর্ধ্ব-২৩ দলের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার, ‘আমরা ফুটবলারদের ভুলত্রুটি ধরিয়ে দিয়েছি এবং সেগুলো নিয়ে অনুশীলনের কাজ করেছি। উজবেকিস্তান শক্তিশালী প্রতিপক্ষ কিন্তু তাদের মোকাবেলা করার জন্য দলের সবাই প্রস্তুত আছে। আশা করছি আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ উপহার দিতে পারব।’

আগামী ৩০ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল চারটায় এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ এর বাছাই পর্বে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Previous articleলেমসের অধীনে প্রথম অনুশীলন করলো বাংলাদেশ!
Next articleহেনস্তার শিকার নয়ন চাইলেন সুষ্ঠ বিচার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here