মালদ্বীপের সাফ চ্যাম্পিয়নশীপের পর এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিশন শ্রীলঙ্কায় চারজাতির ফুটবল টুর্ণামেন্ট৷ এই টুর্ণামেন্টকে সামনে বাংলাদেশ দলের প্রধান প্রশিক্ষকেও এসেছে পরিবর্তন। সাফে বাংলাদেশ দল অস্কার ব্রুজনের দায়িত্বে থাকলেও শ্রীলঙ্কার চারজাতির টুর্ণামেন্টে দলের সাথে দেখা যাবে না তাকে। অস্কার ব্রুজনের পরিবর্তে বাংলাদেশ দলের হাল ধরেছেন ঢাকা আবাহনী ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফিটনেস কোচ মারিও লেমোস।

লেমসের অধীনে আজ প্রথম অনুশীলন করছে বাংলাদেশ দল। আসন্ন চারজাতির টুর্ণামেন্টকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বিকাল তিনটায় নিজেদের অনুশীলন সম্পন্ন করে প্রাথমিক দলে ডাক পাওয়া কিছু ফুটবলার।

অনুশীলন শুরু হলেও দলের কিছু খেলোয়াড় উপস্থিত ছিলেন না। খেলোয়াড় অনুপস্থিতর কারণ কি এই প্রশ্নের জবাবে ফরোয়ার্ড সুমন রেজা বলেন, ‘মূলত খেলোয়াড়রা দীর্ঘদিন ধরেই খেলার মধ্যে ছিলো। আমাদের বিভিন্ন টুর্ণামেন্ট ছিলো। সর্বশেষ আমরা সাফ খেলে এসেছি। ফলে খেলোয়াড়রা পরিবারকে সময় দিতে পারে নিই। এতে পরিবারকে সময় দেয়ার একটা ব্যাপার আছে। তাই ফেডারেশন আরেকটু দায়িত্ব নিয়ে এইসব বিষয় দেখলে প্লেয়াররা হয়তো ঠিকভাবে আসতে পারতো।’

এছাড়া প্রথমবারের মতো প্রাথমিক দলে জায়গা পেয়েছেন প্রবাসী ফুটবলার ওবায়দুর রহমান নবাব। দলের সাথে আজ প্রথম অনুশীলন করেছে এই ফুটবলার। প্রথম দিনের অনুশীলনের অনুভূতি সম্পর্কে নবাব জানান, ‘আমি এখানে আসতে পেরে খুবই খুশি। সর্বশেষ আমি ইঞ্জুরির কারণে ভালো করে ম্যাচ টাইম পাই নি। আমি তাদের এই ডাকটার জন্যেই অপেক্ষা করছিলাম। হয়তো কোচের আমার উপর বিশ্বাস আছে বলেই আমাকে ডেকেছে। আমি এর মধ্যে নিজের ফিটনেস ধরে রেখেছিলাম, যা আমাকে এখন সাহায্য করছে। সর্বোপরি প্রথম দিন অনুশীলন করে আমি খুব খুশি।’

বাংলাদেশ দলে আরো দুই প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া ও তারিক কাজীর মতো নিজের জায়গা পাকাপোক্ত করা কতটা চ্যালেঞ্জিং এই প্রশ্নের জবাবে নবাব বলেন, ‘আমার কাছে এখন একমাত্র চ্যালেঞ্জ হলো ফিটনেস চ্যালেঞ্জ। আমি যদি আমার ফিটনেস ধরে রাখতে পারি তাহলে আমি অবশ্যই আত্মবিশ্বাসী যে আমি আমার জায়গাটা পাকাপোক্ত করতে পারবো।’

Previous articleকুয়েতের বিপক্ষে হারে শুরু বাংলাদেশের যুবাদের!
Next articleভুল শুধরে ভালো কিছু করার প্রত্যয় যুবাদের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here