করোনার প্রভাবে দেশের ক্রীড়াঙ্গন দীর্ঘদিন স্থবির হয়ে পড়ে ছিল। ক্রিকেট মাঠে ফিরলেও ফুটবল এখন অব্দি মাঠে ফেরে নি। জেলা লিগ থেকে শুরু করে প্রিমিয়ার লিগ পর্যন্ত সকল খেলা বাতিল করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে দীর্ঘ ৭ বছর পর শুরু হওয়া মহিলা ফুটবল লীগ স্থগিত রাখা হয়।

একদিকে প্রফেশনাল লিগ কমিটি নতুন মৌসুম শুরু করার লক্ষ্যে ক্লাবের কর্মকর্তাদের সাথে কয়েক দফা আলোচনা করে, অন্যদিকে মহিলা ফুটবল লীগ অবশিষ্ট খেলা আগামী নভেম্বর প্রথম সপ্তাহে শুরু করতে চায় বাফুফে। তারই প্রক্রিয়ায় আজ মহিলা ফুটবল লীগে অংশগ্রহণকৃত ক্লাবগুলোর কাছে খেলার খসড়া সূচি প্রেরণ করা হয়। এতে আগামী ৭ই নভেম্বর হতে লিগ পুণরায় শুরু করার পরিকল্পনা রয়েছে। সেখানে আগামী ১১ অক্টোবরের মধ্যে ক্লাবগুলোর মতামত চাওয়া হয়েছে। এ বিষয়ে কুমিল্লা ইউনাইটেডের সাধারন সম্পাদক ফকরুজ্জামান বাহারের সাথে যোগাযোগ করা হলে তিনি অফসাইড কে বলেন, ‘এই মুহুর্তে আমাদের লিগে অংশ নেওয়া সম্ভাবনা নেই। কারন খেলোয়াড়রা ক্যাম্পে নেই, তার ওপর করোনা ভাইরাস এখনও ভালো পরিস্থিতিতে আসেনি । এখন খেলা ফেরাতে সবাইকে করোনা টেস্ট করাতে হবে যা অনেক ব্যয়বহুল আমাদের জন্য। এছাড়া অনেকের অভিভাবকরা তাদের এখন ছাড়তে রাজি হবেনা।’

পুনরায় লীগে অংশ নেয়ার বিষয়ে এফসি উত্তরবঙ্গের সাধারণ সম্পাদক রুবেল হাসান অফসাইডকে জানান, ‘এই মুহুর্তে লিগে অংশ নিতে পারছিনা আমরা। করোনার কারনে আমাদের আর্থিক অবস্থা ভালো নয়। আমরা লিগ পেছানোর অনুরোধ করবো ফেডারেশনে।’

এছাড়া নতুন দলবদল দেয়ার আবেদন করবে ক্লাবগুলো। এই বিষয়ে ফখরুজ্জামান বাহার বলেন, ‘শুধু নামেমাত্র লিগে আমরা এখন অংশ নিতে চাইনা। যদি দল বদলের নতুন সুযোগ দেওয়া হয় তাহলে আমরা ভেবে দেখবো। কিছুদিনের ভেতর সকল ক্লাব মিলে আমরা বসবো এ বিষয়ে সিদ্ধান্ত নিতে। আমরা লিগ পেছানোর জন্য সহ অন্যান্য দাবি ফেডারেশনে পেশ করবো।’

Previous articleমানিকের অভিযোগের জবাব দিল নির্বাচন কমিশন
Next articleআজ আবাসিক ক্যাম্পে যোগ দিবে মেয়েরা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here