করোনা মহামারীর পর এএফসি কাপ মাঠে গড়াতে ভেন্যু খুঁজছিলো এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এএফসি। ই গ্রুপে বাকি ম্যাচগুলো আয়োজনের জন্য ক্লাবগুলোকে স্বাগতিক হওয়ার আমন্ত্রণ জানায় তারা। তবে বাংলাদেশ ও ভারতের ক্লাবগুলো আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেনি। কিন্তু মালদ্বীপের ক্লাব দুটি আয়োজক হতে চেয়ে এএফসিকে চিঠি দিয়েছে। ফলে ধারণা করা যায়, মালদ্বীপে হতে পারে এএফসি কাপের ই গ্রুপের বাকি খেলা গুলো।

আয়োজক হওয়ার জন্য নিজ নিজ ফেডারেশনের মাধ্যমে আবেদনের শেষ সময় ছিলো ১৭ জুলাই পর্যন্ত। মালদ্বীপের দুটি ক্লাবই তাদের ফেডারেশনের মাধ্যমে ‘ই’ গ্রুপের বাকি ম্যাচগুলো আয়োজনের আবেদন করেছে। মালদ্বীপের করোনা পরিস্থিতি সহ সবকিছু পর্যবেক্ষণ করে ৩০ জুলাই সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে এএফসি’র।

এএফসি কাপের জন্য দেয় নতুন সূচি অনুযায়ী খেলা হবে ২৩, ২৬ , ২৯ অক্টোবর এবং ১ ও ৪ নভেম্বর। ‘ই’ গ্রুপের দলগুলো হলো বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের চেন্নাই সিটি এফসি এবং মালদ্বীপের টিসি স্পোর্টস ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। প্রতিদিন দুটি করে ম্যাচ আয়োজন করা হবে।

Previous articleপাতানো খেলা রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বাফুফে
Next articleঅন্তত দুটি ম্যাচ জিততে চান সোহেল রানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here