এএফসি কাপের এবারের আসরের নক আউট পর্বে খেলার সম্ভাবনা বেশ ভালোভাবেই টিকিয়ে রেখেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ইতোমধ্যেই নিজেদের প্রথম ৩ ম্যাচে সমান ১ টি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে অস্কার ব্রুজন বাহিনী। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতের মোহনবাগান সুপার জায়ান্ট।

আজ (৭ নভেম্বর) ঘরের মাঠে দ্বিতীয় লেগে ভারতীয় জায়ান্টদের আতিথ্য দেবে বসুন্ধরা কিংস। এর আগে গত ২৪ অক্টোবর ওড়িশায় মোহনবাগানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট নিয়ে দেশে ফেরে রবসন-ডরিয়েলটনরা। এবার নিজেদের দুর্গে মোহনবাগানের বিপক্ষে জয় তুলে নিতে পারলে বসুন্ধরা কিংসের নক আউট পর্বে খেলার সম্ভাবনা আরো বৃদ্ধি পাবে।

গত ম্যাচে অপরিচিত ভেন্যুতে অনুশীলন ছাড়া দুর্দান্ত খেলেছিলো বসুন্ধরা কিংস। দুর্ভাগ্যবশত বল দুইবার গোলবারে না লাগলে হয়তো জয় নিয়ে দেশে ফিরতো বসুন্ধরা কিংস। এবারের ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে নিজেদের ঘরের মাঠে। চেনা পরিবেশের সাথে, পূর্বের ম্যাচের অভিজ্ঞতা আগামী ম্যাচে কিংসকে বেশ ভালোই সাহস জোগাবে।

অন্যদিকে গত ম্যাচে কালিঙ্গা স্টেডিয়াম নিজেদের ঘরের মাঠ না হলেও পরিচিত পরিবেশে পা হড়কে ছিলো মোহনবাগান সুপার জায়ান্ট। তাই এই ম্যাচটি হতে চলেছে তাদের জন্য পায়শ্চিত করার ম্যাচ। গত ম্যাচের ভুল শুধরে নিয়ে কিংসের মাঠ জয় তুলে চাইবে ওপার বাংলার ঐতিহ্যবাহী দলটি।

কোচদের চোখে –

বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজন

‘আগামীকালের ম্যাচ জিতে আমরা গ্রুপের শীর্ষে উঠে যেতে পারি। এই সুযোগ আমরা যেকোনো মূল্যে নিতে চাই। অবশ্যই আমরা আশাবাদী।’

মোহন বাগান কোচ হুয়ান ফেরান্দো

‘প্রতিপক্ষের মাঠে খেলাটা সব সময়ই বাড়তি চ্যালেঞ্জ। তবে ভালো কিছু করতে হলে সেই চ্যালেঞ্জ তো জিততেই হয়। আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে। সেভাবেই খেলব। জানি, দুই দলের জন্যই এই ম্যাচ গুরুত্বপূর্ণ। আমরা ৩ পয়েন্টের জন্যই মাঠে নামব।’

অধিনায়কদের চোখে –

বসুন্ধরা কিংস অধিনায়ক রবসন রবিনহো

‘কঠিন একটা ম্যাচ, কিন্তু আগের ম্যাচ আমরা দেশের বাইরে খেলেছি; আমরা দেখিয়েছি, জয়ের সুযোগ ছিল আমাদের। এবার নিজেদের মাঠে খেলব। আমাদের লক্ষ্য দারুণ একটা ম্যাচ খেলা এবং ৩ পয়েন্ট পাওয়া, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

মোহন বাগান অধিনায়ক শুভাশীষ রায়

‘এএফসি কাপে এই মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটায় খেলতে নামছি আমরা। জয় ছাড়া তাই কিছু ভাবছি না।’

সাম্প্রতিক ফলাফল (বসুন্ধরা কিংস)

বসুন্ধরা কিংস ১-০ বাংলাদেশ নৌবাহিনী
মোহনবাগান সুপার জায়ান্ট ২-২ বসুন্ধরা কিংস
বসুন্ধরা কিংস ৩-২ ওড়িশা এফসি
মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব ৩-১ বসুন্ধরা কিংস
শারজা এফসি ২-০ বসুন্ধরা কিংস

সাম্প্রতিক ফলাফল (মোহনবাগান সুপার জায়ান্ট)

জামশেদপুর এফসি ১-২ মোহনবাগান সুপার জায়ান্ট
মোহনবাগান সুপার জায়ান্ট ২-২ বসুন্ধরা কিংস
চেন্নাইয়িন এফসি ১-৩ মোহনবাগান সুপার জায়ান্ট
মোহনবাগান সুপার জায়ান্ট ২-১ মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব
মোহনবাগান সুপার জায়ান্ট ১-০ ব্যাঙ্গালুরু এফসি

মুখোমুখি লড়াই

বসুন্ধরা কিংস জয়ী – ০
মোহনবাগান সুপার জায়ান্ট জয়ী – ১
ড্র – ২

Previous articleগ্রুপের শীর্ষে ওঠার দিকে তাকিয়ে ব্রুজন!
Next articleকিংসের গোলার আঘাতে মেরিনার্সদের সলিল সমাধি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here