বাংলাদেশের ফুটবলে বর্তমান সাফল্য বিচারে বাংলাদেশের পুরুষ ফুটবল দলের চেয়ে বহুগুণে এগিয়ে বাংলা জাতীয় নারী ফুটবল দল। গত বছর সাফ সেরা মুকুট পেরেছে বাঘিনীরা। পাশাপাশি র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে বেশ ভালো সাফল্য দেখিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়েরা।

বাংলাদেশ নারী ফুটবল দল তাদের সাফল্যের উপর ভর করে বেশ বড় রকমের সম্মাননা পেতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব-২০২৩’ এর পদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে মহিলা ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়।

‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব পদক’ মূলত ‘ক’ শ্রেণীভুক্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক। এটি ২০২১ সালে প্রবর্তিত হয়। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া, সমাজসেবা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, গবেষণা, কৃষি ও পল্লি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য প্রতিবছর পাঁচজন বাংলাদেশী নারীকে এই পদক দেওয়া হয়।

এবছর বাংলাদেশ নারী ফুটবল দলের পাশাপাশি আরো চারজন নারীকে এই পদক প্রদান করা হবে। ২০২৩ সালে রাজনীতিতে এই পদক পেতে যাচ্ছেন প্রখ্যাত রাজনীতিবিদ এবং তিনবারের সংসদ সদস্য জনাবা সাহারা খাতুন। অন্যদিকে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ায় রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা জামান ববি, পল্লিগীতি শিল্পী অণিমা মুক্তি গোমেজ ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা পদক’ পাবেন। তাছাড়া গবেষণায় হেলথ রিসার্চ ফাউন্ডেশনের বাংলাদেশী অণুজীববিজ্ঞানী এবং বাংলাদেশে নতুন করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম বিন্যাস উন্মোচনকারী ড. সেঁজুতি সাহাও এই পদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

Previous articleইস্টবেঙ্গলের বিপক্ষে ফিরে আসার গল্প লিখলো বাংলাদেশ সেনাবাহিনী!
Next articleএএফসি কাপের জন্য আবাহনীর ডেরায় দুই ব্রাজিলিয়ান!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here