নভেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের পর দীর্ঘ ছুটিতে গিয়েছিলেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রায় দেড় মাস ছুটি কাটিয়ে আজ (শুক্রবার) দুপুরে ঢাকায় ফিরেছেন।ব্যক্তিগত-পারিবারিক কাজ শেষ করে দুপুরে কর্মস্থলে ফিরেছেন তিনি।

হ্যাভিয়ের ক্যাবরেরা ঘন ঘন নিজ দেশ স্পেনে যান না। বছরে এক-দুই বার যান, তখন অবশ্য বড় সময়ের জন্য বিরতি নেন। বাফুফের সঙ্গে তার চুক্তিতে বছরে ৪৫ দিনের মতো ছুটি কাটানোর সুযোগ রয়েছে।

আগামী মার্চে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। সেই ম্যাচের প্রস্তুতির জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করবেন কোচ।

হ্যাভিয়ের বাংলাদেশের নতুন মৌসুমে স্বাধীনতা কাপের কিছু ম্যাচ দেখেছিলেন। অবশ্য সশরীরে দেখতে পারেননি ফেডারেশন কাপ ও লিগের ম্যাচ। তবে স্পেন থেকে তিনি অবশ্য অনলাইনে শিষ্যদের খেলা দেখেছেন। এখন তিনি সশরীরেই মাঠে বসে শিষ্যদের খেলা দেখবেন।

মার্চের প্রস্তুতির বিষয়ে বাফুফে হেড কোচের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। দেশের বাইরে জামাল ভূঁইয়াদের ক্যাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে।

Previous articleচারে চার কিংসের! ড্র ফর্টিস-রহমতগঞ্জ ম্যাচ
Next articleলিগে রবসনের গোলের হাফ সেঞ্চুরি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here