৩০ আগষ্ট থেকে ৭ সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফিফা উইন্ডোতে বাংলাদেশের প্রতিপক্ষ কে হচ্ছে বা বিদেশী দল বাংলাদেশে আসবে নাকি বাংলাদেশকে এওয়ে ম্যাচ খেলতে হবে প্রশ্নের জবাবে বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, ‘শুক্রবার ন্যাশনাল টিমস কমিটির জরুরি সভা আছে। ওই সভায় সব কিছু চূড়ান্ত হবে। কোন দলের সাথে ম্যাচ,দেশে নাকি বিদেশে,সব কিছু বলতে পারবো ওই সভার পর।’

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ফ্রেন্ডলি ম্যাচের জন্যে ২৩ জুন ১৪ টি দেশের কাছে প্রস্তাব পাঠায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। শুক্রবারে ন্যাশনাল টিমস কমিটির সভার প্রতিপক্ষ দল চূড়ান্ত করে বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী কার্যক্রমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া শুক্রবারে ছুটি কাটিয়ে বাংলাদেশ জাতীয় দলের প্রধান প্রশিক্ষক জেমি ডে ঢাকায় ফিরবেন। তিনি ঢাকায় ফিরে বাংলাদেশ প্রিমিয়ার লীগের বাকি ম্যাচ গুলো দেখবেন এবং খেলোয়াড়দের পর্যবেক্ষণ করবেন।

অন্যদিকে এএফসি কাপে অংশ নিতে মালদ্বীপ যাবে বসুন্ধরা কিংস। তখন লীগের বাকি ম্যাচ গুলো চলবে। আগষ্টেই লীগ শেষ করতে বদ্ধপরিকর বাফুফে। এ বিষয়ে মো. আবু নাইম সোহাগ বলেন, ‘ফিফা উইন্ডো ও এএফসি কাপের পরে যে ম্যাচগুলোতে বসুন্ধরা কিংস অংশ নিতে পারে,সেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে ম্যাচ গুলো শেষ করে লীগের আনুষ্ঠানিকতা সমাপ্ত করতে চাই।’

তিনি আরো বলেন, ‘শুক্রবারের সভায় শুধু ফিফা উইন্ডোই নয়,অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশীপ ও নভেম্বরের ফিফা উইন্ডোর কার্যক্রম আলোচনা করে গুছিয়ে রাখবো।’

Previous articleপুলিশের জালে চট্রগ্রাম আবাহনীর চার গোল
Next articleডুরান্ড কাপ খেলতে ভারত যাচ্ছে না জামাল ও মোহামেডান!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here