সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো ফলাফল করতে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গত কয়েক মৌসুমেও সফলতা ধরা দেয়নি। বরং বার বার কোচ পাল্টে কিছুটা সমালোচনার মুখেই পড়েছিলো বেঙ্গল ইয়োলো’রা। বিদেশী কোচ হিসেবে কয়েকদফা দলটির ডাগ আউটে দাড়িয়েছিলেন জোসেফ আফুসি। তবে এবার নতুন বিদেশী কোচ আনছে শেখ জামাল ডিসি। নর্থ মেসিডোনিয়ান কোচ মারজান সেকুলভস্কিকে দেখা যাবে দলটির দায়িত্বে।

পূর্বে দক্ষিণ এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে ৫০ বছর বয়সী এই মেসিডোনিয়ান কোচের। মালদ্বীপের ক্লাব মাজিয়াতে দুই দফা কোচের দায়িত্বে ছিলেন তিনি। দলকে জিতিয়েছিলেন মালদ্বীপের লিগ। এছাড়াও দায়িত্বে ছিলেন মিয়ানমারের শান ইউনাইটেড, ইয়াঙ্গুন ইউনাইটেড, নর্থ মেসিডোনিয়ার এফকে পেলিস্টার, ব্রেগালনিকা স্টিপ এর মতো দলের।

খেলোয়াড়ী জীবনে মেসিডোনিয়ার বয়সভিত্তিক দলগুলোর অংশ হলেও মূল জাতীয় দলে খেলতে পারেননি মারজান। খেলেছেন মেসিডোনিয়ার সর্বোচ্চ লিগে। মধ্যমাঠ নির্ভর ফুটবল খেলা এই কোচ মালদ্বীপে থাকাকালীন এএফসি কাপের খেলায় পরাজিত করে বাংলাদেশের ঢাকা আবাহনীকে। ফলে বাংলাদেশের ফুটবল সম্পর্কে তার অবশ্যই ভালো ধারণা রয়েছে।

Previous articleআর্জেন্টিনা থেকে ফিরেই পুরোদমে অনুশীলনে জামাল!
Next articleছয় খেলোয়াড় বদল বাংলাদেশের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here