প্রিমিয়ার লিগের দিনের শেষ ম্যাচে মুখো মুখি হয় শেখ জামাল ও উত্তর বারিধারা। ম্যাচটি  ড্র হয়েছে ৩-৩ গোলে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৯ মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। সুলাইমান সিল্লাহর পাস ধরে বক্সের ভেতর থেকে নিখুঁত লবে গোলকিপারের মাথার ওপর দিয়ে জাল খুঁজে নেন নুরুল আবসার। ম্যাচের ২৯ মিনিটেই  সমতা ফেরায় উত্তর বারিধারা। সুজন বিশ্বাসের ভলি  জালে জড়িয়ে স্কোর হয় ১-১।

৪৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় উত্তর বারিধারা। মিশরের ফরোয়ার্ড মোস্তফার থ্রু পাস নিখুঁত টোকায় সমাপ্তি টানেন স্ট্রাইকার সুমন রেজা।

বিরতির পর একপর্যায়ে জয়ের সুবাস পাচ্ছিল বারিধারা। ম্যাচের ৬৯ মিনিটেই পাপন সিংহ বক্সের বাইরে থেকে গোল করে বারিধারাকে ৩-১ ব্যবধানে এগিয়ে নিয়েছিলেন। এর পরেও নাটকীয়ভাবে সেখান থেকে ঘুরে দাঁড়ায় শেখ জামাল। এই অর্ধে জামালের গাম্বিয়ান স্ট্রাইকার ওমর জোবে করেন দুই গোল। তাতেই জমে ওঠে খেলা।

৭২ মিনিটে মনির হোসেনের শট ক্রস বারে লেগে ফিরে আসলে ফিরতি বলে গোল করেন ওমর। ৯০ মিনিটে সুলায়মান সিল্লাহার পাস থেকে চোখ ধাঁধানো ব্যাকহিলে শেখ জামালের হার এড়ান ওমর জোবে।

শেখ জামাল আট ম্যাচে তিন ড্রতে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। উত্তর বারিধারা সমান ম্যাচে পঞ্চম ড্রতে ৫ পয়েন্ট পেয়ে অবস্থান করছে দশম স্থানে।

Previous articleফতুল্লা স্টেডিয়াম ব্যবহার করতে চায় বাফুফে!
Next articleমোহামেডানের টানা তৃতীয় জয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here