নেপালে ইতিহাস গড়ে গত বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এরপর সেখান থেকে রাজসিক সংবর্ধনা দিয়ে ছাদখোলা বাসে তাদের নিয়ে যাওয়া হয় বাফুফে ভবনে। বাঘিনীদের বরণে ঢাকাসহ পুরো দেশ মেতে ওঠে উৎসবের আমেজে। দীর্ঘ ১৯ বছর পর দেশের ফুটবলে সাফের শিরোপা উপহার দেওয়া নারীরা দেশে ফেরার পর থেকেই ভাসছেন প্রশংসায়। প্রশংসার পাশাপাশি নানান সংগঠন ও প্রতিষ্ঠান থেকে মিলছে সংবর্ধনা ও পুরস্কার। এবার নারীদের বড় পরিসরে সংবর্ধনা দিল বাংলাদেশ সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ সাফজয়ী নারী দলকে এই সংবর্ধনা দেন।

সংবর্ধনা অনুষ্ঠান থেকে বড় অংকের আর্থিক সম্মাননাও পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দলে থাকা ২৩ ফুটবলারের সবাই পেয়েছেন সমান সাড়ে তিন লক্ষ টাকা করে। হেড কোচ গোলাম রাব্বানী ছোটন পেয়েছেন দুই লক্ষ টাকা। তার সাথে কাজ করা কোচিং স্টাফের বাকি সদস্যরা এবং অফিসিয়ালরা পেয়েছেন সমান এক লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার। এছাড়া টুর্নামেন্ট সেরা ফুটবলার ও শীর্ষ গোলদাতা হওয়ায় অধিনায়ক সাবিনা খাতুন পেয়েছেন সাড়ে তিন লক্ষ টাকা করে আরো সাত লক্ষ টাকা। নারী সাফের সেরা গোলরক্ষক রূপনা চাকমা এবং ফাইনালে ২ গোল করা কৃষ্ণা রানী সরকার পেয়েছেন সমান দুই লক্ষ টাকা করে। এছাড়া চ্যাম্পিয়ন দলের সবাইকে একটি করে ট্রফি এবং একটি ট্রাকস্যুট। সেনাপ্রধানের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ফুটবলারদের পরিবারের সদস্যদেরও দেয়া হয় উপহার সামগ্রী।

Previous articleনেপালের কাছে বিধ্বস্ত বাংলাদেশ!
Next articleসমাপ্তির পথে বাংলাদেশ-ক্যাবররা অধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here