বাংলাদেশের ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলা বেশির ভাগ ক্লাবই ঢাকা কেন্দ্রিক। হাতে গোনা যে কয়েকটি ক্লাব ঢাকার বাইরের তার মধ্যে অন্যতম চট্টগ্রাম আবাহনী লিমিটেড। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা ঢাকার বাইরের একমাত্র ক্লাবও এই চট্টগ্রাম আবাহনী। তবে নামেই শুধু চট্টগ্রামকে সাথে রেখেছে তারা, তাদের সবকিছুও ঢাকা কেন্দ্রিকই। তাইতো প্রশ্ন জাগে নামে চট্টগ্রাম আবাহনী হলেও নিজেদের কাজে কি চট্টগ্রামকে সম্পৃক্ত রাখতে পেরেছে ‘ব্লু পাইরেটস‘?

ফুটবলে চট্টগ্রামবাসীর ভালোবাসার অনেকটা জায়গা জুড়েই নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে চট্টগ্রাম আবাহনী। শেখ কামাল ক্লাব কাপের ৩ বারের সফল আয়োজনে প্রতিবারই চট্টগ্রামবাসীর অকুন্ঠ সমর্থন পেয়েছে চট্টলার ক্লাবটি। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রামের এমএ. আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর খেলা মানেই যেনো হয়ে উঠতো সমর্থকদের ঢল। এতো ভালো স্থানীয় সমর্থন বাংলাদেশের অন্য কোনো ক্লাব নিকট অতীতে পেয়েছে কিনা সেটা খুঁজে বের করা বেশ মুশকিল। তারপরও কেন যেনো এমএ আজিজ স্টেডিয়ামে খেলতে অনীহা চট্টগ্রাম আবাহনীর।

মাঠের বাইরের নেতিবাচক কর্মকাণ্ডের প্রভাব পড়েছে চট্টগ্রাম আবাহনীর এই মৌসুমের দলবদলেও।গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীতে খেলা চার বিদেশি পুলাতভ শুকুর আলী, চার্লস দিদিয়ের, চিনেদু ম্যাথিউ ও নিক্সন গুইলারমে কেউই নেই নতুন মৌসুমে। পাশাপাশি গত মৌসুমে দুর্দান্ত খেলা দেশীয় ফুটবলারদের মধ্যে রাকিব হোসেন, মানিক মোল্লা, মোহাম্মদ নাঈমরাও দল ছেড়েছেন। অথচ গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই দল নিয়েই ৫ম স্থানে থেকে লিগ শেষ করেছিল বন্দর নগরীর দল চট্টগ্রাম আবাহনী। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকেও পুরো লিগে একমাত্র হারের স্বাদ দিয়েছিল ক্লাবটি। তবে নতুন মৌসুমে কোনরকম গড়পড়তা দল নিয়ে মাঠে নামার অপেক্ষায় চট্টগ্রাম আবাহনী। চার বিদেশি ফুটবলারদের মধ্যে দুই নাইজেরিয়ান পিটার এবিমোবোই এবং ইসা আনিফোওশের সাথে দক্ষিণ আফ্রিকান উইলিয়াম তাওয়ালা ও আফগান ফুটবলার ওমিদ পোপালজায়কে দলে ভিড়িয়েছে ক্লাবটি। স্থানীয় ফুটবলারদের মধ্যে জাহিদ হোসেন, সাখাওয়াত হোসেন রনি, শওকত রাসেল, রবিউল হাসান, রুবেল মিয়াদের মতো সুসময় পেছনে ফেলে আসা ফুটবলারদের দলে নিয়েছে ক্লাবটি। তারপরও তাদের নিয়েই ভালো ফলাফলের আশায় চট্টগ্রাম আবাহনী কর্তৃপক্ষ। দেখা যাক নতুন মৌসুমে প্রায় নতুন একটা দল নিয়ে কতোটা সফল হতে পারে বন্দর নগরীর ক্লাব চট্টগ্রাম আবাহনী লিমিটেড।

Previous articleবাংলাদেশে এসে পৌঁছেছেন নতুন কোচ হাভিয়ের ক্যাবরেরা
Next articleরহমতগঞ্জের হাত ধরেই ফুটবলে টিকে আছে ‘পুরান ঢাকা’!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here