স্বাধীনতা কাপ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের নতুন মৌসুম। স্বাধীনতা কাপের ফরম্যাটেও এসেছে ভিন্নতা। মূল পর্বের আগে অনুষ্ঠিত হবে বাছাই পর্ব। পূর্বের ঘোষণা অনুযায়ী বাছাই পর্বে অংশ নেয়ার কথা ছিল চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোর সঙ্গে তিন বাহিনীর দলের। কিন্তু চ্যাম্পিয়িশিপ লিগ যেহেতু মাত্র চার দল অংশগ্রহন করছে, তাই তিন দলকে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ দিচ্ছে ফেডারেশন।

বাছাই পর্ব অনুষ্ঠিত হবে নকআউট পদ্ধতিতে। দুটি ম্যাচের বিজয়ী দল চলে যাবে মূল পর্বে। উক্ত বাছাইয়ে বিসিএল এ নবাগত লিটল ফ্রেন্ডস ক্লাব মুখোমুখি হবে বিমান বাহিনীর। সেনাবাহিনীর প্রতিপক্ষ নৌবাহিনী বিমানবাহিনী। এই দুই ম্যাচের জয়ী দল যথাক্রমে গ্রুপ এ এবং সি তে খেলবে।

এবারের স্বাধীনতা কাপ অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে। সেগুলো হলো মুন্সিগঞ্জ, কুমিল্লা এবং গোপালগঞ্জ। ফাইনাল অনুষ্ঠিত হবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। এছাড়া মুন্সিগঞ্জ এবং গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ম্যাচগুলো।

স্বাধীনতা কাপের গ্রুপিং –

গ্রপ এ- ঢাকা মোহামেডান, শেখ রাসেল কেসি, ফর্টিজ এফসি , সেনা/নৌ

গ্রপ বি- বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, উত্তরা আজমপুর, ফকিরেরপুল ইয়ংমেন্স

গ্রপ সি- ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ কেসি, লিটল ফ্রেন্ডস/বিমান, উত্তরা ফুটবল ক্লাব

গ্রপ ডি- শেখ জামাল ডিসি, বাংলাদেশ পুলিশ এফসি, রহমতগঞ্জ এমএফএস, বাফুফে এলিট একাডেমী

Previous articleভুটান পরীক্ষায় শুরু অনুর্ধ্ব-১৫ মেয়েদের সাফ মিশন!
Next articleভুটানের জালে গোল বন্যা অনুর্ধ্ব-১৫ নারী দলের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here