নেপালের বিপক্ষে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অবাক করে দিয়ে দল থেকে বাদ পড়েছে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।

আশরাফুল রানার বাদ পড়ার বিষয়টি নিয়ে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। তরুণদের সুযোগ করে দিতেই দলে নেই এই অভিজ্ঞ গোলরক্ষক এমনটাই দাবি একটি মহলের। তবে ঘরোয়া ফুটবলে পারফরম্যান্সের কথা চিন্তা করলেও আশরাফুল রানা থেকে এগিয়ে ছিলেন আনিসুর রহমান জিকো ও শহীদুল আলম সোহেল। এই দুই গোলরক্ষক রয়েছেন ২৩ সদস্যের দলে।

বাংলাদেশ জাতীয় দলের মূল স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন সুমন রেজা ও এমএস বাবলু। ঘরোয়া ফুটবলে ভালো খেলার পাশাপাশি অনুশীলনে কোচের মন জয় করেছে এই তরুণ দুই ফুটবলার। অন্যদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ।

২৩ সদস্যের বাংলাদেশ দল

গোলরক্ষক: শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান

ডিফেন্ডার: ইয়াসিন খান, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, তপু বর্মণ,রিয়াদুল হাসান, রহমত মিয়া,

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, মোহাম্মদ ইব্রাহিম, সোহেল রানা, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও বিপলু আহমেদ।

ফরোয়ার্ড: নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, সাদ উদ্দিন, এমএস বাবলু, তৌহিদুল আলম সবুজ, ও সুমন রেজা।

Previous articleঅভিষেকের অপেক্ষায় জিকো ও সুমন রেজা!
Next articleস্বল্প মেয়াদে জাতীয় দলের ম্যানেজার আমের খান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here