গতকাল থেকে শুরু হয়েছে ‘সাফ নারী চ্যাম্পিয়নশীপ’। আজ ৭ ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল তাদের সাফ মিশন শুরু করবে। এবারের আসরের বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রতিপক্ষ মালদ্বীপ জাতীয় নারী ফুটবল দল। বিকাল ৫:৪৫ মিনিটে নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

আবহাওয়াগত দিক থেকে বাংলাদেশ ও নেপালের মধ্যে পার্থক্য রয়েছে। তবে সেটাকে ভালোভাবে সামলে নিয়ে নিজেদের প্রথম ম্যাচের বেশী নজর দিচ্ছে সাবিনা-কৃষ্ণারা। তাই তাদের প্রতি ইতিবাচক আশা রাখছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রধান প্রশিক্ষক গোলাম রাব্বানী ছোটন। তিনি বলেন, ‘আমরা যখন প্রথমদিন আসি, তখন আবহাওয়ায় পার্থক্য ছিল। তখন ঢাকায় গরম ছিল। এখানে আসার পর কিছুটা ঠান্ডা ছিল। এই তিনদিনে এই জায়গার আবহাওয়ার সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছে মেয়েরা। সেটা তারা মাঠে অনুশীলনে প্রমান করেছে। মেয়েরা এই ম্যাচের ওপর পুরোপুরি ফোকাস রেখেছে। তারা তাদের সর্বোচ্চ মনযোগটাই দিচ্ছে। আশা করি তারা কালকের ম্যাচে শুরু থেকেই সর্বোচ্চটা দেবে। কালকে বাংলাদেশ ভালো ফুটবল খেলবে এবং জয় নিয়ে মাঠ ছাড়বে।’

প্রত্যেক ক্ষেত্রে সূচনাটা সুন্দর হওয়াটা বেশী জরুরি। তাই মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দলের প্রশিক্ষক। আগামীকাল মালদ্বীপের বিপক্ষে ভালো খেলার পাশাপাশি ভক্ত-সমর্থকদের জয়ও উপহার দিতে চান তিনি। তিনি বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে আমরা ঢাকায় ৬ সপ্তাহের বেশি কঠোর অনুশীলন করে আসছি। মেয়েদের ফিটনেস লেভেল বেশ ভালো অবস্থায় আছে। এখানে এসেও আমরা ৩ দিন অনুশীলন করেছি। খুব ভালো অনুশীলন হয়েছে। মেয়েরা পুরোপুরিভাবেই প্রস্তুত। আমাদের মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ। একটা চ্যালেঞ্জ। আমি মনে করি সেটা ভালোভাবেই মোকাবিলা করতে পারবো। ভালো ফুটবল উপহার দেবো এবং জয় নিয়েই আমরা মাঠ ছাড়বো।’

পুরুষ দলের চেয়ে বাংলাদেশ নারী দলের প্রতি বাংলাদেশী ফুটবল ভক্ত আস্থা তুলনামূলকভাবে বেশী। নারী দলের খেলোয়াড়রা সেই আস্থার প্রতিদানও দিয়েছেন। প্রথম ম্যাচে ভালো ফলাফল করে সেই প্রতিদানের পুনরাবৃত্তি করতে চান বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন । সাবিনা খাতুন জানান, ‘আলহামদুলিল্লাহ। প্রথম গেম শুরুর আগে আজকে লাস্ট সেশন অনুশীলন করলাম । মেয়েরা খুব উৎফুল্ল আছে। আশা করি যে, কালকে একটা ভালো ম্যাচ হবে। আমরা বাংলাদেশ থেকেই বলে এসেছি যে, দর্শকরা এখন মহিলা ফুটবলের ওপর আস্থা রেখেছে। তারা চায় এবং মনে করে যে, মেয়েরা এখন গোছালো ফুটবল খেলতে পারে। সব দল এখানে তাদের নিজস্ব একটা লক্ষ্য নিয়ে এসেছে। আমরাও এসেছি। আমাদের সবচেয়ে বড় হলো প্রথম ম্যাচটা ভালোভাবে শুরু করে, ভালো একটা রেজাল্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। তাই প্রথম দুই ম্যাচে জয় ভারতের বিপক্ষে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা জোগাবে। বাংলাদেশ নারী দলের খেলোয়াড় মারিয়া মান্ডা জানান দলের লক্ষ্য এখন প্রথম দুই ম্যাচে জয়। তিনি বলেন, ‘আমরা দেশ থেকে সুস্থ্যভাবে নেপালে এসেছি। কালকে আমাদের ম্যাচ মালদ্বীপের বিপক্ষে। আজ লাস্ট সেশন অনুশীলন করলাম। আমরা সুন্দরভাবেই প্রস্তুতি নিয়েছি। আমরা ভাল করবো। এখানে আবহাওয়ার একটু পার্থক্য আছে। তবে আমরা আগেও নেপালে এসে খেলেছি। এখন ৩ দিন আগে এখানে এসেছি। এই আবহওয়ার সাথে আমাদের অ্যডজাস্ট হয়ে গেছে। আমাদের লক্ষ্য যে, প্রথম ও দ্বিতীয় ম্যাচ জিততে হবে। সেমিফাইনালে যেতে হলে আমাদের প্রথম ম্যাচটায় ভালো করতে হবে। আমাদের টার্গেট থাকবে ভালো কিছু করার।’

Previous articleমূল পর্বে খেলার লক্ষ্য অনুর্ধ্ব ২০ যুবাদের
Next articleসেমিফাইনাল নিশ্চিতে পথে আজ বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here