বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ (১৬ নভেম্বর) মেলবোর্নে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। নামে ভারে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের স্পষ্ট পার্থক্য পরিলক্ষিত হলেও এই ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহের কমতি নেই। তাইতো বাংলাদেশে থাকা সমর্থকদের ম্যাচ দেখার উপায় জানতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষণীয় উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শুরুতে বাংলাদেশের কোন টিভি চ্যানেল ম্যাচ সম্প্রচার করবে বলে জানা গেলেও শেষ মুহূর্তে সুখবর পাওয়া গেছে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যোকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। তবে টিভিতে নয়, টি স্পোর্টসের ইউটিউব এবং অ্যাপে সরাসরি ম্যাচ উপভোগ করা যাবে।

এছাড়া ফুটবল অস্ট্রেলিয়ার ইউটিউব চ্যানেলেও ম্যাচ দেখা যাবে। বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচ।

Previous articleঅস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের উন্নতি দেখাতে চান ক্যাবরেরা!
Next articleঅস্ট্রেলিয়ায় প্রত্যাশিত হারই বাংলাদেশের সঙ্গী!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here