বসুন্ধরা গ্রুপ মহিলা ফুটবল লীগে আজকের ম্যাচে সিরাজ স্মৃতি সংসদ ২-০ গোলে পরাজিত করেছে বরিশাল ফুটবল একাডেমিকে। অন্য ম্যাচে ঢাকা রেঞ্জার্স এফসি একই ব্যবধানে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় সিরাজ স্মৃতি সংসদ। দলকে লিড এনে দেন থুইনুই মারমা। এরপর কানন ২৩ মিনিটে দ্বিতীয় গোল করলে প্রথমার্ধেই ২-০ গোলের লিড পায় তারা। দ্বিতীয়ার্ধেও কোন ধরনের ব্যবধান সৃষ্টি করতে পারেনি বরিশাল। এতে জয় নিয়েই মাঠ ছাড়ে সিরাজ স্মৃতি সংসদ।

দিনের অন্য ম্যাচে রেঞ্জার্সকে প্রথম মিনিটেই এগিয়ে দেয় মরিয়ম। ২৪ মিনিটে ফরাশগঞ্জের মনি নিজের জালেই বল জড়িয়ে দিলে ২-০ গোলে এগিয়ে যায় রেঞ্জার্স। এরপর আর কোন গোল না হলে পূর্ণ পয়েন্টই অর্জন করে রেঞ্জার্স এসফি।

Previous articleফর্টিসের বিপক্ষে হোঁচট আবাহনীর; শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচ ড্র!
Next articleপুলিশের বিপক্ষে শেখ রাসেলের হোঁচট ; জয় পেয়েছে মোহামেডান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here