দুই দফা অন্তর্বর্তীকালীন কোচের পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল পেয়েছে একজন পূর্ণাঙ্গ কোচ। আজ বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ জ্যাভিয়ার ক্যাবররার সঙ্গে আপাতত ১১ মাসের চুক্তি সাক্ষর করেছে বাফুফে। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার একাডেমির সাবেক এই কোচ সাম্প্রতিক সময়ে দায়িত্ব পালন করছিলেন আরেক স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো আলাভেসের যুব এলিট একাডেমির। এছাড়া দুই বছরের অধিক সময় ধরে তিনি লা লিগার টেকনিকেল ডিরেক্টর পদেও দায়িত্বরত ছিলেন। সে সময় লা লিগার স্কুল ফুটবল কার্যক্রমের অংশ হিসেবে ভারতের বিভিন্ন স্কুলের হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে ফুটবলীয় জ্ঞান ছড়িয়ে দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ জ্যাভিয়ার ক্যাবররাকে নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ, বাফুফে ও ন্যাশনাল টিমস কমিটির সদস্য সত্যজিৎ দাস রপু,ন্যাশনাল টিমস কমিটির সদস্য মানস চন্দ্র দাস ধলু,বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস এবং বাংলাদেশ দলের নতুন কোচ জ্যাভিয়ার ক্যাবররা।

শূণ্য থেকে দলকে নিয়ে কাজ করতে চান ক্যাবররা। পরিশ্রমের মাধ্যমে সাফল্য পেতে চান তিনি। তিনি বলেন, ‘আমি স্টেপ বাই স্টেপ আগাতে চাই। আগে খেলোয়াড়দের দেখতে চাই, মার্চে ফিফা উইন্ডো আছে। এরপর এশিয়ান কাপ বাছাই নিয়ে ভাবব। তবে অবশ্যই এশিয়া কাপে আমরা অত্যন্ত প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে যাব।’

ক্যাবররার ফুটবলের ক্লাব অঙ্গনে কাজ করলেও এই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব কাধে নিয়েছেন। নতুন অভিজ্ঞতার সাথে তাই কাজটাও যে চ্যালেঞ্জিং। জাতীয় দল নিয়ে কাজ না করলে যে অভিজ্ঞ এই স্প্যানিশ কোচ। নিজের অভিজ্ঞতার প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় দলে প্রথম হলেও আমার কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে এবং এই উপমাহাদেশে কাজ করেছি। ভারতে কাজ করার ফলে অর্জিত অভিজ্ঞতা আমাকে বাংলাদেশের ক্ষেত্রে সহায়ক হবে।’

দলের কোন দিকে তার নজর থাকবে সে জবাবে জ্যাভিয়ার বলেন, ‘আমার দৃষ্টিভঙ্গি প্রতিযোগিতামূলক হওয়া, এমন খেলোয়াড় তৈরি করা যা প্রতিটি মুহূর্তে খেলার চাহিদা কী তা বুঝতে সক্ষম, এর মানে এই নয় যে প্রতিবার বলের নিয়ন্ত্রণ থাকবে, এটি বল দখলের মাধ্যমে হতে পারে, এটি হতে পারে ডিফেন্স লাইনের পিছনে জায়গা থাকলে সুবিধা কোথায় তা বোঝার মাধ্যমে।’

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থা ১৮৬ তম। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে শুধুমাত্র শ্রীলঙ্কা ও পাকিস্তানের থেকে র‍্যাংকিংয়ে কিছুটা এগিয়ে আছে বাংলাদেশ দল। র‍্যাংকিংয়ে উন্নতির প্রসঙ্গে ক্যাবররা বলেন, ‘আমার সাথে দলের চুক্তি এক বছরের। এক বছর কোথায় থাকব সেটা এখনই বলা যাচ্ছে না। তবে অবশ্যই র‌্যাংকিংয়ে উন্নতি আমাদের লক্ষ্য।’

Previous articleইতিহাসের সামনে দাড়িয়ে বসুন্ধরা কিংস!
Next article১,৪৭,০০০ টাকা অনুদান পাবে ঢাকা আবাহনী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here