আসন্ন মার্চ ২০২২ ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুইটি ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক ম্যাচে অংশ নিবে। এর মধ্যে একটি এওয়ে ম্যাচ এবং অন্যটি হোম ম্যাচ। আগামী ২৪ শে মার্চ মালদ্বীপের বিপক্ষে এওয়ে ম্যাচে লড়বে বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপ পর্ব চুকিয়ে আগামী ২৯ শে সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গোলিয়ার বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ।

উক্ত ম্যাচ দুইটির পরিপ্রেক্ষিতে আজ ১৮ ই মার্চ হোটেল রেডিসন ব্লু’তে সন্ধ্যা ৬:০০ টায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়গণ আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের লক্ষ্যে টিম ম্যানেজার ইকবাল হোসেনের নিকট রিপোর্ট করেছেন। তবে পারিবারিক সমস্যা থাকার কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিম আগামী ২০ শে মার্চ দলের সাথে অনুশীলনে যোগ দিবেন।

এছাড়া আগামীকাল ১৯ শে মার্চ বিকাল ৩:৩০ মিনিট থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল তাদের প্রথম অনুশীলন সম্পন্ন করতে বসুন্ধরা কিংসের হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনাতে নামবে। বাংলাদেশ ফুটবল দলের প্রশিক্ষণ ক্লোজ ডোর হওয়া প্রথম ১৫ মিনিট সাংবাদিকদের জন্যে উন্মুক্ত থাকবে। পরবর্তীতে অনুশীলন শেষে প্রধান প্রশিক্ষক ও একজন খেলোয়াড় সাংবাদিকদের ইন্টারভিউ প্রদান করবেন।

Previous articleরহমতগঞ্জ-স্বাধীনতার ড্রয়ে শেষ হলো নবম রাউন্ড!
Next articleজাতীয় দল নিয়ে আশাবাদী কোচ জ্যাভিয়ার ক্যাবরেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here