মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি  ম্যাচকে সামনে রেখে আজ বসুন্ধরা কিংসের হোম ভেন্যু কিংস অ্যারেনাতে  নিজেদের প্রথম দিনের অনুশীলন সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলের খেলোয়াড়দের অনুশীলন দেখে খুশি হয়েছেন দলের প্রধান প্রশিক্ষক জ্যাভিয়ার ক্যাবররা। খেলোয়াড়দের নিয়ে ভালো করার আশাবাদও ব্যক্ত করেন বাংলাদেশ ফুটবল দল এই স্প্যানিশ কোচ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ‘ খেলোয়াড়রা সব কিছু নিয়ে খুশি, আজকের অনুশীলনে সবাই ভালো করেছে। প্রথম দিনের অনুশীলন বেশ ভালোই হয়েছে। মাঠের অনুশীলনে তারা তাদের সেরাটা দিয়েছে। আমি তাদের প্রতি খুশি। তাদের নিয়ে আরো কাজ করব। আশা করি আমি যেটা চাচ্ছি সেটা তারা বুঝতে পারছে। আজ সকালে হোটেলে টিম মিটিংয়ে যেগুলা আলোচনা করেছি সেটাই মাঠে প্রয়োগ করলাম। আশা করছি এই তিন দিনে ছেলেদের বেশ উন্নতি হবে।’

কোচের পাশাপাশি খেলোয়াড়েরাও প্রীতি ম্যাচে জয়ের বদ্ধপরিকর। এই বিষয়ে বাংলাদেশ দলের খেলোয়াড় নাবীব নেওয়াজ জীবন বলেন, ‘জয় অবশ্যই সম্ভব। কারণ আমরা৷ সবাই খেলার মধ্যেই ছিলাম। আমরা ক্লাব থেকেই এখানে এসেছি। আমি গত দুইদিন আগে ম্যাচ খেলেছি তারপর এখানে এসেছি। সবাই কিন্তু এইরকমই। ফিটনেস লেভেল সবার ভালো আছে। শুধু কোচের গাইডলাইন ঠিকঠাক ভাবে বুঝতে পারলে জয় পাওয়া অবশ্যই সম্ভব।’

আজকের দিনের অনুশীলনের প্রসঙ্গে জীবন বলেন, ‘আজকে সকালে আমরা মিটিং করেছি,আমরা কি করবো মাঠে। সেটা আমাদের কাছে খোলাসা করা হয়েছে যে আমরা বিল্ডয়াপ করে খেলবো। আমাদের মিটিংয়ে যা দেখানো হয়েছে আমরা তা মেন্টেইন করেছি এবং এর ফলাফল ভালো ছিলো।’

Previous articleআগামীকাল কিংস অ্যারেনাতে অনুশীলনে নামবে বাংলাদেশ দল
Next articleরুপনার ভুলে দুদিনের মাথায়ই মুদ্রার উল্টো পিঠ দেখলো বাংলাদেশ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here