আগামী ২২ সেপ্টেম্বর থেকে চীনের হাংজুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ক্রীড়া আসর এশিয়ান গেমস। ১৫ দিনব্যাপী এই গেমসে ৬১টি ডিসিপ্লিনে অংশ নেবে কয়েক হাজার ক্রীড়াবিদ। তবে মূল আসর শুরুর ৩ দিন আগে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ফুটবল ইভেন্ট। আর সে লক্ষ্যে বাংলাদেশ ছেড়ে চীনে পৌঁছেছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা অলিম্পিক দলের দায়িত্ব নিয়ে চীনে গিয়েছেন। গতকাল মধ্যরাতে চীনের উদ্দেশ্যে দেশ ছাড়া বাংলাদেশ ফুটবল দল আজ দুপুরে গেমস ভিলেজে পৌঁছে টিম হোটেলে উঠেছে।

এশিয়ান গেমসের পুরুষ ফুটবল ইভেন্টে ‘এ’ গ্রুপে স্বাগতিক চীন, ভারত ও মিয়ানমারের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার। এরপর ২১ সেপ্টেম্বর ভারত এবং ২৪ সেপ্টেম্বর চীনের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে গত ইন্দোনেশিয়া এশিয়ান গেমসে দুই শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডের বিপক্ষে ড্র এবং কাতারকে হারিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলেছিল বাংলাদেশ। সে সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে এবারের আসরেও ভালো করার লক্ষ্য রহমত-নোভাদের।

Previous articleনেপাল মিশনের জন্য দল ঘোষণা করেছে বাফুফে!
Next articleমাজিয়াকে হারাতে মালদ্বীপে যাত্রা করলো কিংস!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here