এশিয়ান গেমসের পুরুষ ফুটবল ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের বিপক্ষে ভালো খেলেও আত্মঘাতী গোলে হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। গেমসে বাংলাদেশকে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে পয়েন্ট নেওয়াটা জরুরি ছিল। এমন গুরুত্বপূর্ন ম্যাচে চীনের হাংজুতে জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে চোখে চোখ রেখে খেলেছেন হৃদয়-ফাহিমরা। একের পর এক আক্রমণও হেনেছে। কিন্তু গোলের দেখা পায়নি। অ্যাটাকিং থার্ডে গিয়ে প্রতিপক্ষের গোলকিপারের বড় পরীক্ষা নেওয়া হয়নি। তারপরও রক্ষণ সুরক্ষিত রেখে পয়েন্টের স্বপ্ন দেখছিল লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু এক পেনাল্টিতে সর্বনাশ। শেষ দিকে এসে সুনীল ছেত্রীর লক্ষ্যভেদে ভারতের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।

ম্যাচের ২৮তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের দুর্বল গড়ানো শট গোলকিপার তালুবন্দী করেন। রবিউলের শট ব্লকড হয়। এর আগে ভারত কয়েকবার চেষ্টা করে বাংলাদেশের বক্সে ঢুকলে গোলকিপার মিতুল মারমা দারুণ সেভ করেন। বিরতির পর বাংলাদেশ গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে। তবে ভারত পারেনি লক্ষ্যভেদ করতে। ৬৪তম মিনিটে ভারতের ফ্রি কিক পোস্টে লেগে গোল হয়নি। ৭৬তম মিনিটে বাংলাদেশ এগিয়ে যেতে পারতো। মজিবুর রহমান জনি এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন।

তারপরও ম্যাচ যখন পয়েন্ট ভাগাভাগির দিকে যাচ্ছিল সেই সময় গোল পায় ভারত। ৮২তম মিনিটে পেনাল্টির নির্দেশ আসে। বক্সের ভেতর রহমত বলে পা চালাতে গিয়ে প্রতিপক্ষের পায়ে আঘাত হানেন। ফলে রেফারি স্পট কিকের নির্দেশ দিলে বাংলাদেশের খেলোয়াড়রা প্রতিবাদ করলেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। স্পট কিক থেকে জাল কাঁপান ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। যদিও বলের লাইনে ঝাঁপালেও গোলকিপার মিতুল মারমা অল্পের জন্য নাগাল পাননি। বাকি সময়ে বাংলাদেশ চেষ্টা করেও পারেনি গোল শোধ দিতে। ফলে হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। আগামী ২৪ সেপ্টেম্বর এশিয়ান গেমসের ফুটবলে স্বাগতিক চীনের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

Previous articleজাপানের সাথে লড়াইয়ে নামতে শতভাগ প্রস্তুত সাবিনারা!
Next articleশেখ জামালের ডেরায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার হিগোর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here