কুয়েতের প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে বর্তমানে কুয়েতে অবস্থান করছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে সৌদি আরবে নিজেদের অনুশীলন ক্যাম্প করেছিলো হ্যাভিয়ার ক্যাবররার শিষ্যরা। আজ ১৭ ই মার্চ সৌদি আরব ছেড়ে কুয়েতের উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ৬ টার সময় কুয়েত পৌঁছায় তারা। সেখানে পৌঁছালে প্রবাসী বাংলাদেশীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানায়।

বিশ্বকাপ বাছাইয়ে আগামী ২২ এবং ২৬ শে মার্চ ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। আরব-ইসরাইল সমস্যার কারণে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজিত হচ্ছে বাংলাদেশের এওয়ে ম্যাচ। নিরপেক্ষ ভেন্যু হিসেবে কুয়েতকে নির্ধারণ করা হয়েছিলো। উক্ত ম্যাচকে সামনে রেখে আজ কুয়েত পৌঁছেছে জামাল-রাকিবরা।

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের আগে সুদানের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলছিলো বাংলাদেশ। প্রথম ম্যাচে সুদানের সাথে গোলশূন্য করেছিলো বেঙ্গল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে সুদানের কাছে ৩-০ গোলে পরাজিত হয়।

ফিলিস্তিনের আগে বিশ্বকাপে বাছাইপর্বে আরো দুইটি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে লেবাননের সাথে ১-১ গোলে ড্র করে। বাংলাদেশের এবারের প্রতিপক্ষ ফিলিস্তিন। আগামী ২২ শে মার্চ কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর আগামী ২৬ শে মার্চ ঘরের মাঠে ফিরতি লেগে ফিলিস্তিনের মুখোমুখি হবে তারা।

Previous articleবিসিএলে জয় পেয়েছে এলিট ও ওয়ারী!
Next articleবাইলজ প্রদান ছাড়াই কাল শুরু হচ্ছে প্রথম বিভাগ ফুটবলের দল বদল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here