নতুন বছরের শুরু দিনই দেশের ফুটবল দেখলো এক জমজমাট ম্যাচ। ফেডারেশন কাপ ২০২০ এর প্রথম কোয়ার্টার ফাইনালে উত্তেজনাপূর্ন ম্যাচটি শেখ রাসেলের বিপক্ষে ২-০ গোলে জিতে সেমিফাইনালে পা রাখলো চট্টগ্রাম আবাহনী।

তবে ম্যাচের উত্তেজনা বা জমজমাট বিষয়টি নির্ধারিত ৯০ মিনিটে তেমন ছিলো না। গোলের সুযোগ দুদলই কয়েক দফা নষ্ট করে। দুইবার ভালো সুযোগ পেয়েও তা গোলে রূপান্তর করতে পারেনি চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক চালর্স দিদিয়ের। তবে খেলার ৬৩ মিনিটে সবচেয়ে ভালো সুযোগটি নষ্ট করেন শেখ রাসেলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জিয়ানকার্লো রদ্রিগেজ। পেনাল্টি থেকে তিনি গোল করতে ব্যর্থ হলে ম্যাচে এগিয়ে যাওয়া হয়নি তাদের।

ম্যাচ গোলের দেখা পায় ১০৮ মিনিটে। সহজেই গোলরক্ষক আশরাফুল রানাকে পরাস্ত করেন চট্টগ্রাম আবাহনীর এই উইঙ্গার। এর পাঁচ মিনিট পরই দিদিয়ের থেকে বল পেয়ে তা জালে জড়িয়ে দিয়ে শেখ রাসেলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মান্নাফ রাব্বি। এতেই ম্যাচ ২-০ ব্যবধানে জিতে যায় মারুফুল হকের শিষ্যরা। তবে খেলা একেবারে শেষ মুহূর্তে প্রতিপক্ষের সাথে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠে ছাড়েন শেখ রাসেলের ফরোয়ার্ড তকলিচ আহমেদ।

Previous articleনতুন ফুটবল সূচী ঘোষণা
Next articleতারুণ্য নির্ভর মোহামেডান-সাইফের সেমিতে উঠার লড়াই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here