বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে কাতারের বিপক্ষে ভরাডুবির পর আশাহত বাংলাদেশের ফুটবল সমর্থকরা। যদিও এশিয়ান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এমন ফলাফল স্বাভাবিক বলা চলে। কিন্তু মাঠে যেন ফুটবল খেললো শুধুই কাতার, বাংলাদেশের ফুটবলাররা তেমন কোন প্রভাবই দেখাতে পারেনি ম্যাচে। শক্তিমত্তার বিচার ছাড়াও প্রস্তুতির ঘাটতি পরিলক্ষিত হয়েছে ম্যাচটিতে।

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে ঘানা, কোরিয়া আর কোস্টারিকার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করেছে কাতার। পক্ষান্তরে বাংলাদেশ খেলেছে নেপালের বিপক্ষে। এতেই প্রস্তুতিতে কতটা পিছিয়ে বাংলাদেশ তা ফুটে উঠে। আগামী মার্চ ও জুনে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত এবং ওমান। এই তিন ম্যাচকে ঘিরেই এখন থেকে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন থাইল্যান্ড ও মালেশিয়ার মতো দলের সাথে খেলে প্রস্তুতি নিতে চান। তিনি বলেন, ‘এখন আমরা প্রস্তুতি ম্যাচ খেলতে চাই থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো দলের বিপক্ষে। তাহলেই বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচের জন্য দল আরো ভালো প্রস্তুতি নিতে পারবো।’ ইতিমধ্যে তিনি সব গুছিয়ে নেয়ার তাগিদ দিয়েছে সংশ্লিষ্ট ব্যাক্তিদের, ‘আমি ইতিমধ্যেই ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যানের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছি। টেকনিক্যাল ডাইরেক্টর নিয়ে বসেছিলাম আমাদের পরিকল্পনাগুলো তৈরি করতে। আমাদের যে তিনটি খেলা আছে তার প্রত্যেকটির আগে চার সপ্তাহের ট্রেনিং সেশন চাই। দুই সপ্তাহ ফিজিক্যাল এবং দুই সপ্তাহ ম্যাচ। আমি ম্যাচ খেলবো থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে। আমাদের চেয়ে ভালো দলের বিপক্ষে।’

ম্যাচ আয়োজনে চাই বিশাল অঙ্কের টাকা। তা সংগ্রহের প্রক্রিয়ায় নামবে বাফুফে। কাজী সালাউদ্দিন জানান,‘বাকি তিনটি ম্যাচ খেলার জন্য আমার ৬ কোটি টাকা লাগবে। এই টাকা আমাকে জোগাড় করতে হবে খুব দ্রুত। এই টাকা সংগ্রহ করে প্রস্তুতি নিতে পারলে আমরা খেলোয়াড়দের কাছ থেকে রেজাল্ট আদায় করতে পারবো।’

এই ধরনের পরিকল্পনা ও অনুশীলনের ধারাবাহিকতা ধরে রাখতে চান কাজী সালাউদ্দিন। যদি না রাখতে পারেন তবে পদত্যাগ করবেন বলে ওয়াদা করেন তিনি, ‘অস্ট্রেলিয়ার কাছে যখন ৪-০ গোলে হারলাম, তখন থেকে যদি অনুশীলনের ধারাবাহিকতা রাখতে পারতাম, তাহলে হয়তো ভিন্ন ফল দেখা যেত। আজকে আপনাদের কাছে ওয়াদা করলাম, যেভাবেই হোক এই ধারাবাহিকতা আমি রাখবো। যদি রাখতে না পারি, আমি সহ আমার গোটা কমিটিকে বলবো পদত্যাগ করো।’

Previous articleএকাডেমি কাপের সেমিতে ফেনী ও শ্যামনগর!
Next articleপেছালো ফেড কাপ; কিংসের সাথে আবাহনী এএফসি কাপে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here