দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মালদ্বীপের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা তপু বর্মন ছাড়া ম্যাচসেরার পুরস্কার আর কেই বা পেতে পারেন! ম্যাচসেরার পুরস্কার পেলেন ও তপু।

ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করার সময় দর্শকদের ধন্যবাদ জানিয়ে তপু বলেন, ‘আমি সমর্থকদের ধন্যবাদ জানাই। তারা আমাদের সব সময় সমর্থন করে আসছেন।’ সমর্থকদের ধন্যবাদ জানানোর পর নিজেদের পরিশ্রমের বিষয়ে বলেন, ‘আমার দলের সবাই অনেক অনেক পরিশ্রম করেছে। মালদ্বীপকে ১৮ বছর পর হারালাম আমরা। সবাই খুব খুশি।’

আজকের এই জয়ের পেছনে কোচের অবদানের কথাও বলেছেন তিনি, ‘এই ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত কোচের নির্দেশনা মতো খেলতে পেরেছি। এর ফলও আমরা পেয়েছি।’

র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা সিশেলসের বিপক্ষে ড্র আর র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালদ্বীপকে হারানো সম্পর্কে তপু বলেন, ‘সিশেলসের বিপক্ষে ম্যাচে মাঠ ভারি ছিল। মালদ্বীপের বিপক্ষে মাঠ ‍তুলনামূলক ভালো ছিল। মূলত মাঠ ভালো হওয়ায় আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পেরেছি।’

ডিফেন্ডার হয়েও গোল করায় বেশ পারদর্শী তপু। মালদ্বীপকে ১৮ বছর পর হারানোর ম্যাচে জাতীয় দলের হয়ে নিজের ৬ষ্ঠ গোলটিও আদায় করে নিলেন এই ডিফেন্ডার।

Previous articleমালদ্বীপের বিপক্ষে স্বস্তির জয়
Next articleমালদ্বীপের বিপক্ষে জয়ে উজ্জীবিত বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here