করোনা মহামারীতে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই স্থগিত হয়ে যাওয়ার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনেকদিন যাবত খেলা ছিলো না। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরছে জামাল-তপু’রা। তবে সুখবর এসেছে আরেকটি। বাংলাদেশের সাথে খেলতে চায় কাতারও।

প্রথমে প্রীতি ম্যাচের বিষয়ে বলা হলেও পরবর্তীতে জানা যায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে চায় কাতার। আপত্তি জানায়নি বাংলাদেশও। ম্যাচের সম্ভাব্য সময় ৪ ডিসেম্বর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। কাজী নাবিল জানান, ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহে কাতারে গিয়ে ম্যাচ খেলার বিষয়ে আলোচনা চলছে। ফিফা থেকে একটি অনুমতির বিষয় আছে। ফিফার অনুমতি পেলে আমরা ম্যাচ(নেপালের বিপক্ষে) শেষে দুইদিনের মধ্যে কাতারে চলে যাবো ক্যাম্প করার জন্য।’

কাতার থেকে আমন্ত্রণ পেলেও ফিফার অনুমতির অপেক্ষায় দুইদলই। অফসাইডকে বাফুফে’র সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ‘কাতার ফুটবল ফেডারেশনের সাথে আমাদের মৌখিক কথা হয়েছে ম্যাচটি খেলার বিষয়ে। আবেদন করবে ফিফার কাছে আবেদন করবে ম্যাচটির বিষয়ে। যদি ফিফা অনুমতি দেয় তাহলে ম্যাচটি খেলবো আমরা। এখনো কিছু চুড়ান্ত নয়।’

কাতারে গেলে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির জন্য বাংলাদেশ দলকে থাকতে হবে ১৪ দিনের কোয়ারান্টাইনে। তবে এরমাঝে অনুশীলনের সুযোগ থাকার কথা থাকলেও মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। এখন অপেক্ষা ফিফা থেকে অনুমতি আসার।

Previous articleবাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়েছে কাতার
Next articleভালো ফল আশা করছেন নেপাল কোচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here