আরেফিন জিসান : অসংখ্য রেকর্ড গড়বার সম্ভাবনা কে সামনে রেখে এটিকে মোহন বাগানের মুখোমুখি হতে যাচ্ছে বসুন্ধরা কিংস। নক আউটে কোয়ালিফাই করাসহ বাকি সব বাদ রেখে এক এএফসি চ্যাম্পিয়ন্স লীগে কোয়ালিফাই করবার সম্ভাবনাই উঁকি দিচ্ছে বার বার। এর জন্য ভারতীয় জায়ান্টদের বিপক্ষে জয় আবশ্যক। রাইভাল ওয়াচে প্রতিপক্ষগুলোর সংক্ষিপ্ত পরিচিতি ও সেই সাপেক্ষে তাদের সম্ভাব্য ট্যাকটিক্স আলোচনা করবো, যার তৃতীয় পর্বে রয়েছে এটিকে মোহন বাগান।

এটিকে মোহন বাগান

  • কোচ- আন্তোনিও হাবাস (স্পেন) এটিকে মোহন বাগানের সবচেয়ে বড় শক্তি। ডিফেন্সিভ ফুটবল খেলিয়ে যে অনেকের বিরক্তির কারণ কিন্তু ফল আনতে তার কৌশল, ম্যাচ রিডিং, ধূর্ততার তুলনা নেই। কোচ হিসেবে ২ বার আইএসএল জিতেছেন তিনি।

মোহন বাগান কে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এটিকে এর আগে কখনও এশিয়ান পর্যায়ে খেলেনি। দুই দলের সম্মিলিতভাবে এটাই এশিয়াতে প্রথম পদার্পণ। আইএসএল এর সর্বশেষ মৌসুমে তারা রানার আপ হয়েছে। ভারতীয় জাতীয় দলের সর্বশেষ স্কোয়াড বিবেচনায়, এটিকে মোহন বাগানের ৬ জন জাতীয় দলের- আমরিন্দার সিং, প্রীতম কোটাল, সুভাশীষ বোস, প্রণয় হালদার, লিস্টন কোলাকো, মানভির সিং। দলটির ৪ জন বিদেশি খেলোয়াড়ঃ

  • কার্ল ম্যাকহিউ (ডিফেন্ডার/ডিএম, আয়ারল্যান্ড)
  • হুগো বোউমাস (এটাকিং মিডফিল্ডার, ফ্রান্স)
  • ডেভিড উইলিয়ামস (ফরোয়ার্ড, অস্ট্রেলিয়া)
  • রয় কৃষ্ণা (ফরোয়ার্ড, ফিজি)

পর পর ২ ম্যাচে হলুদ কার্ড দেখায়, বসুন্ধরার বিপক্ষে খেলছে না হুগো। রয় ও ডেভিডের এক সাথে এটা টানা ৪র্থ মৌসুম। এটিকে মোহন বাগানে পূর্বের ২ মৌসুমের আগে তারা উভয়ে অস্ট্রেলিয়ার শীর্ষ লীগে ওয়েলিংটন ফিনিক্স এ খেলেছে যেখানে তারা যথাক্রমে ১ম ও ৮ম সেরা গোলদাতা ছিল ২০১৮-১৯ মৌসুমে। আপফ্রন্টে উভয়ের বোঝাপড়া দেখার মত।

বাংলাদেশি ক্লাবের বিপক্ষে এশিয়াতে মোহন বাগানের ফলগুলোঃ

  • ২-২ ঢাকা মোহামেডান (১৯৮৭)
  • ২-১ মুক্তিযোদ্ধা সংসদ (১৯৯৯)
  • ০-০ মুক্তিযোদ্ধা সংসদ (১৯৯৯)
  • ৩-১ ঢাকা আবাহনী (২০১৭)
  • ১-১ ঢাকা আবাহনী (২০১৭)
  • সম্ভাব্য ফর্মেশন ও ট্যাকটিক্স: হাবাস সাধারণত কাউন্টার এটাকিং ও উইং নির্ভর ৩-৫-২ অথবা ৩-৪-৩ এ খেলতে পছন্দ করে। দলটিকে প্রচুর লং পাস খেলতে দেখা গেছে। পজেশন নিয়ে বিশেষ তোয়াক্কা করে না তারা।
  • সম্ভাব্য একাদশ: আমরিন্দার, সুমিত, ম্যাকহিউ, প্রিতম, বোস, লিস্টন, লেনি, টাংরি, মানভির, রয়, ডেভিড
Previous articleবিদেশী বিহীন বারিধারার জালে রাসেলের গোল বন্যা
Next articleঅস্কারের কাছে ম্যাচটি ‘জিতো অথবা মরো’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here