বাংলাদেশ ফুটবলের মৌসুম সমাপ্তির টুর্নামেন্ট ‘স্বাধীনতা কাপ’ কে আরো জাঁকজমকপূর্ণ করতে যুক্ত হতে যাচ্ছে নতুন দল। মোটা ১৭ টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের স্বাধীনতা কাপের আসর।

আজ (রবিবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে লিগ কমিটির সভা শেষে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। লিগে অংশগ্রহনকারী ১৩ টি দলের সাথে বাছাই পর্ব পেরিয়ে আরও চারটি দল যুক্ত হবে মূল টুর্নামেন্টে। বাছাইপর্বে অংশ নিবে বিভিন্ন জেলা ও সার্ভিসেস দলগুলো। তিনি বলেন, ‘আমরা চাই টুর্নামেন্টটি আরও সার্বিক ও অংশগ্রহণ মূলক ভাবে হোক। এ কারণেই জেলা ও সার্ভিসেস দল গুলো বাছাইপর্বে অংশগ্রহণ করবে এবং এখান থেকে মিনিমাম চারটি দল মূল পর্বে অংশগ্রহণ করবে।’

সর্বশেষ ২০১৮-১৯ মৌসুমে স্বাধীনতা কাপ অনুষ্ঠিত হয় যেখানে চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। সেইবার বিদেশী ফুটবলাররা না খেললেও আসন্ন টুর্নামেন্টে বিদেশীরাও ক্লাবগুলোর হয়ে অংশগ্রহন করবে।

Previous articleদশ দলের মহিলা লীগ শুরু ২৭ মার্চ!
Next articleজুলাইয়ের মধ্যেই শেষ হবে লীগ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here